Dr. Neem on Daraz
Victory Day

কোটালীপাড়ার ৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত


আগামী নিউজ | গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০২:৫০ পিএম
কোটালীপাড়ার ৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

ছবি: আগামী নিউজ

গোপালগঞ্জ: জেলার কোটালীপাড়া উপজেলার হিরণ, কলাবাড়ি ও কুশলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজাহারুল আলম পান্না, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট বিজন বিশ্বাস ও সদস্য সুলতান মাহমুদ চৌধুরী কালুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা খায়রুল হাসান এই তিন চেয়ারম্যান প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করেন। 

তিনি বলেন, এই তিন ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। 

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি কোটালীপাড়া উপজেলার এই তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামীনিউজ/ হাসান
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে