Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ পরিবারে হস্তান্তর


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০১:৩১ পিএম
বগুড়ায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ পরিবারে হস্তান্তর

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে নিহত ৫ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

তিনি বলেন, গত রাতেই একজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তার পকেটে থাকা মোবাইলের সূত্র ধরে তার লাশ শনাক্ত করা হয়। এ ছাড়া বুধবার বেলা ১১টায় আরও ৪ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই লাশগুলো শনাক্তের জন্য পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের বর্ণনা দিয়েছিলেন, সেই বর্ণনা অনুযায়ী লাশগুলো মিলে গেলে লাশ শনাক্ত করা হয়।

শনাক্ত প্রক্রিয়া সম্পর্কে ওসি জানান, একজনের একটা দাঁত ছিল না, একজনের শরীরের শুধুমাত্র নিচের অংশ পুড়ে যাওয়ায় তাকে সহজেই চেনা যায়, অন্য একজনের শরীরের পোশাকের অবশিষ্টাংশ দেখে শনাক্ত করা হয়। যে কারণে ডিএনএ করে লাশ শনাক্তের প্রয়োজন পড়েনি বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সান্তাহারে বিআইআরএস প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে সিয়াম (১৩), শাজাহান (২৪), ‌বিজয় (১৪), বেলাল হোসেন (৪৩) ও আব্দুল খা‌লেক (৩৫) নামে ৫ শ্রমিকের লাশ উদ্ধার করে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে