Dr. Neem on Daraz
Victory Day

রাণীশংকৈলে চুরি করে ধান কেটে নেয়ার অভিযোগ


আগামী নিউজ | রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০৮:২১ পিএম
রাণীশংকৈলে চুরি করে ধান কেটে নেয়ার অভিযোগ

ছবি: আগামী নিউজ

ঠাকুরগাঁও: রাণীশংকৈলে চাষের ধান চুরি করে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২৫ নভেম্বর) রাতে উপজেলার জগদল নদীরবস্তী গ্ৰামের বাসিন্দা দুলাল হোসেন (৩৬)'র ঢোলপুকুর কালাইবস্তী গ্ৰামের পশ্চিমে জাফরের মিলের ৪০০ ফিট পূর্বে রাস্তা সংলগ্ন চাষকৃত জমি থেকে।

ওইদিন মধ্যরাতে মুসবিল (৪৫), নুর ইসলাম (৪২), শাহলম (৩৫) সহ কয়েকজন দুলালের চাষের ধান কেটে নিয়ে যায়।

সে সময় দুলাল খবর পেয়ে থানায় অভিযোগ করলে এএসআই হাফিজ সহ সঙ্গীয় ফোর্স মিলে নুর ইসলামের বাড়ি থেকে চুরি কৃত ধান শনাক্ত করে গ্রাম পুলিশ কে বুঝিয়ে দেন।

পরেরদিন শুক্রবার রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল ও ওসি তদন্ত আব্দুল লতিফ সেখ চুরিকৃত ধান জমির মালিক দুলালকে বুঝিয়ে দেন।

থানা পরিদর্শক ওসি এসএম জাহিদ ইকবাল জানান, ধান চুরি করে নিয়ে যাওয়ার আমরা একটা অভিযোগ পেয়েছি। খবর পেয়ে আমরা ধান উদ্ধার করে দুলালের কাছে হস্তান্তর করে দিয়েছি। ঐ জমি নিয়ে একটি মামলা চলমান রয়েছে তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে