Dr. Neem on Daraz
Victory Day

ফোড়া কাটাতে গিয়ে শিশুর মৃত্যু


আগামী নিউজ | সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৪:১৮ পিএম
ফোড়া কাটাতে গিয়ে শিশুর মৃত্যু

ছবি: আগামী নিউজ

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া  উপজেলায় পিঠের ফোঁড়া কাটাতে গিয়ে ভুল চিকিৎসার কারণে ৪ বছরের শিশুকন্যা সুমনার মৃত হয়েছে হলে অভিযোগ উঠেছে। 

সোমবার (২২ নভেম্বর)  রাতে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর মা সুমা খাতুন জানান, সোমবার রাত ৮টার দিকে তার মেয়ে সুমনার পিঠের একটি ফোঁড়া কাটতে স্থানীয় জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আহসানুল হকের কাছে যান। ওই চিকিৎসক সুমনার পিঠে পর পর ৫টি ইনজেকশন দেন।

ইনজেকশন প্রয়োগের সঙ্গে সঙ্গে শিশুটির খিচুনি শুরু হয় এবং ঘটনাস্থলেই অপারেশন টেবিলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে