Dr. Neem on Daraz
Victory Day

নিখোঁজের ৩ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার


আগামী নিউজ | কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৫:৪১ পিএম
নিখোঁজের ৩ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: অপহরণের চার দিন পর নিখোজ কোরমান আলির লাশ ভেরামারা থেকে উদ্ধার করেছে পুলিশ।

কোরবান আলি (৫৫) (মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড) ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে শ্বশুর বাড়ির পাশে বাড়ী করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিল।  

উল্লেখ্য, কোরমান আলি গত বুধবারে অটো সহ বাড়ীর থেকে অটো নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি, অনেক খোজাখুজি করে তার সন্ধান না পেয়ে মিরপুর থানায় জিডি করেন তার পরিবার। আজ ভেড়ামরা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে