Dr. Neem on Daraz
Victory Day

ইউএনও‍‍’র নম্বর ক্লোন করে চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা দাবি


আগামী নিউজ | সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৫:৪৬ পিএম
ইউএনও‍‍’র নম্বর ক্লোন করে চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা দাবি

ছবি: আগামী নিউজ

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র সরকারি অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে ফোন দিয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। 

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ। এরআগে গত শুক্রবার রাত ১১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়ে সবাইকে সতর্ক থাকার কথাও জানান তিনি। 

আসন্ন ইউপি নির্বাচনে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নজমুল হুদা বলেন, 'শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইউএনও স্যারের মোবাইল নম্বর থেকে একটি কল আসে। রিসিভ করে কুশলাদি বিনিময়ের পরে আমার কাছে নির্বাচনী খবর নেওয়ার পর জানতে চাওয়া হয়, 'ওসি সাহেব কিছু বলেনি আপনাকে?' তখন আমি বলেছি, ওসি সাহেবের সাথে অনেক বিষয়েই কথা হয় কিন্তু কোন বিষয়ের কথা বলছেন সেটি বুঝতে পারছিনা। বিষয়টি আমাকে নির্দিষ্ট করে বলেন। এরপর আমাকে বলা হয়, 'নির্বাচনী বিষয়ে ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। আপনি টাকা পয়সা দিয়ে দেন।' তখন আমি তাঁকে বলেছি ওসি এ বিষয়ে আমাকে কিছু বলেননি। আমি ইউএনও'র বাসায় টাকা নিয়ে যেতে চাইলে সংযোগটি কেটে দেওয়া হয়। এরপর পরই আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফকে বিষয়টি অবগত করেন।' 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, 'বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নজমুল হুদা আমাকে ফোন করে জানান, তার কাছে আমার সরকারি মোবাইল নম্বর থেকে কল করা হয়। নির্বাচন সংক্রান্ত বিষয়ে ওসি সাহেবকে ম্যানেজ করা হয়েছে বলে টাকা দাবি করেন প্রতারক। এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।'

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে