ছবি: সংগৃহিত
সাভার (ঢাকা): সাভার থেকে অপহরণের ৭ দিন পর রাজধানীতে অভিযান চালিয়ে অপহৃত তরুণীকে উদ্ধার করেছে র্যাব -৪ এর একটি আভিযানিক দল। এ সময় আল আমিন (২১) নামের অপহরণকারীকে আটক করা হয়। অপহৃত ওই তরুণীকে নানার বাসায় আটকে একাধিক বার ধর্ষণ করে আল-আমিন।
বুধবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার ও আল আমিনকে আটক করা হয়।
র্যাব জানায়, ৩ নভেম্বর সকাল ৯ টার দিকে সাভারের উত্তর রাজাশন এলাকা থেকে ওই তরুণীকে জোরপূর্বক অপহরণ করে আল-আমিন নামের ওই যুবক। এ ঘটনায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। পরে সিপিসি-২, র্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্তের পর ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণের শিকার ওই তরুণীকে উদ্ধার এবং আল-আমিনকে আটক করা হয়। ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে রাজধানীর পল্লবী এলাকায় নানার বাসায় আটকে রাখে আল-আমিন। ৭ দিন ধরে ওই তরুণীকে একাধিকবার আল আমিন ধর্ষণ করেছে বলে জানা গেছে।
সিপিসি-২, র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আগামীনিউজ/ হাসান