Dr. Neem on Daraz
Victory Day

জেলহত্যা দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা


আগামী নিউজ | গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৩:২৭ পিএম
জেলহত্যা দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

ছবি: আগামী নিউজ

গোপালগঞ্জ: জেলহত্যা দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদ। 

বুধবার জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এবং উপজেলা পরিষদ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে