Dr. Neem on Daraz
Victory Day

অচেনা প্রাণীর আক্রমণে ইমাম নিহত, আহত ৩০


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০২:৫৪ পিএম
অচেনা প্রাণীর আক্রমণে ইমাম নিহত, আহত ৩০

ছবি: সংগৃহীত

গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামে আর্বিভাব ঘটেছে অদ্ভুদ আকৃতির ভয়ংকর এক প্রাণীর। জন্তুটির আক্রমণে ইতোমধ্যে মারা গেছেন গ্রামের এক ব্যক্তি এবং আহত হয়েছেন অন্তত ২৫ থেকে ৩০ জন। ফলে ভয়ঙ্কর এই প্রাণীর আতঙ্কে দিনাতিপাত করছেন গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামগুলোর বাসিন্দারা। 

গ্রামবাসীদের দাবি, মানুষ দেখলেই হামলে পড়ছে জন্তুটি। কামড়ে ছিঁড়ে নিচ্ছে শরীরের মাংস। থাবায় ক্ষত-বিক্ষত হচ্ছে চোখ-মুখ। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। 

মাস দেড়েক আগে মাঠে ঘাস কাটতে যান তালুকজামিরা গ্রামের কৃষক স্থানীয় মসজিদের ইমাম ফেরদৌস সরকার রুকু। তার উপর প্রথম অদ্ভুদ প্রাণীর আক্রমণ ঘটে। হঠাৎ করে তার উপর লাফিয়ে পড়ে অদ্ভুদ প্রাণীটি। হাতের কাস্তে দিয়ে উপর্যুপরী আঘাত করেও রক্ষা পাননি তিনি। তার নাক-মুখ রক্তাক্ত করে পালিয়ে যায় ভয়ংকর প্রাণীটি। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় জেলা সদর হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুটা সুস্থ্য হয়ে বাড়ি ফেরার পর জ্বরে আক্রান্ত হয়ে ১৮ দিন পর মারা যান রুকু।

সবশেষ ঘটনাটি ঘটে গত রোববার সকালে। দাদার বাড়ি থেকে পাশেই নিজ বাড়িতে ফেরার পথে হঠাৎ দশ বছরের শিশু রাব্বীর উপর আক্রমণ করে জন্তুটি। থাবা বসায় তার বুক, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে। শিশুটির চিৎকার শুনে তার মা এগিয়ে আসলে তার উপরেও হামলে পড়ে প্রাণীটি। শেষ পর্যন্ত আরেক প্রতিবেশীর লাঠির তাড়া খেয়ে পালিয়ে যায় অদ্ভুদ আকৃতির প্রাণীটি।

আহত অনেকেই আগামী নিউজকে জানিয়েছেন, প্রাণীটির মুখ শিয়ালের মত হলেও শরীর কিছুটা হায়েনার মত। তবে প্রাণীটি আসলে কী তা কেউই নিশ্চিত করে জানাতে পারেনি। স্থানীয় সচেতন মানুষ মনে করছেন এটা কোন অদ্ভুদ প্রাণী নয়, এটা কোন পাগল শেয়াল হতে পারে। বছরের এই সময়টি শেয়ালের প্রজনন মৌসুম। এসময় অনেক শিয়াল পাগলা কুকুরের মত আচরণ করে। 

প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সাবধানে চলাচল করতে পরামর্শ দেয়া হয়েছে। 

এলাকাবসী অবিলম্বে ওই অদ্ভুদ প্রানীটিকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে