Dr. Neem on Daraz
Victory Day

নেত্রকোণা বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী জব্দ


আগামী নিউজ | নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০২:২১ পিএম
নেত্রকোণা বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী জব্দ

ছবি : আগামী নিউজ

নেত্রকোণাঃ বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণার চৌকস বিজিবি’র সাহসী জোয়ানগণ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী জব্দ করেছেন।

বৃহস্পতিবার গভীর রাতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) কর্তৃক এ অভিযান পরিচালিত হয়।

আজ শুক্রবার সকালে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এএসএম জাকারিয়া লিখিত এক প্রেসবিজ্ঞপ্তীর মাধ্যমে সাংবাদিকদের জানান- জেলার দূর্গাপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত বারমারী বিওপিতে কর্মরত নায়েক মোঃ আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ছয় সদস্যের টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬৫ হতে আনুমানিক চারশত গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ভারতীয় বেনারশি শাড়ী-৭৮পিস এবং ভারতীয় সর্দ্দা প্রিন্ট জরজেট শাড়ী-৫৮৯পিস জব্দ করে।

বিজিবি’র অধিনায়ক জানান, জব্দকৃত ভারতীয় শাড়ীর মূল্য প্রায় পঁচিশ লক্ষ আট হাজার পাঁচশত টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত শাড়ীগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে কোনো চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে