ছবি: আগামী নিউজ
গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে ক্রেতা সেজে দুই মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান।
আটকরা হলেন- উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারি গ্রামের শ্রী খোকা রবিদাসের ছেলে গরির দাস (২৬) ও পূর্ব চন্ডিপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. হামিদুল ইসলাম (৪৫)।
বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন ওসি তৌহিদুজ্জামান বলেন, এর আগে গত মঙ্গলবার গভীর রাতে গরিব দাসের বসতবাড়ি থেকে তাঁদের দুজনকে আটক করা হয়। তাঁরা দু’জনে পেশায় রাজমিস্ত্রি।
তিনি আরও বলেন, তথ্য ছিলো গরিব দাস তাঁর বসতবাড়িতে গাঁজা এনেছেন বিক্রি করার জন্য। ক্রেতা সেঁজে তাঁর বাড়িতে যাই। সঙ্গে ডিবি পুলিশের অন্যান্য সদস্যরাও ছিলেন। এ সময় আঁধা কেজি গাঁজাসহ তাঁদের দু’জনকে হাতে নাতে আটক করা হয়।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের দু’জনকে আদালতের মাধ্যমে জেলাকারাগারে পাঠানো হয়েছে।
আগামীনিউজ/ হাসান