Dr. Neem on Daraz
Victory Day

সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন


আগামী নিউজ | গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০২:৫৭ পিএম
সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন

ছবি: আগামী নিউজ

গাইবান্ধা: সুন্দরগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থী লিমা আক্তারকে অপহরণের ১৮ দিন পর চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত সহ জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর-গাইবান্ধা সড়কে সচেতন এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কৌশিক আহমেদ রুবেল, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক একেএম কামরুল হুদা রাজু, প্রভাষক আল-মামুন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান, লিমার বড় ভাই মাজেদুর রহমান লিমন প্রমূখ।

এসময় বক্তরা বলেন, গত ২৩ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পড়তে নিহত লিমা স্থানীয় কোচিং সেন্টারে যাবার পথে তাকে প্রতিবেশী শাকিল মিয়া অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। সেখানে ১৮দিন রাখার পরে তাকে হত্যা করে ঝুঁলিয়ে রাখে। পরে ইপিজেড থানা পুলিশ লিমার লাশ উদ্ধার করে জড়িত দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। আমরা এই মেধাবী শিক্ষার্থীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও গ্রেফতারকৃতদের বিচারের জোর দাবি জানাচ্ছি।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে