Dr. Neem on Daraz
Victory Day

খাগড়াছড়িতে বজ্রপাতে ১১ মাসের শিশুর মৃত্যু, মা-বাবা আহত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ১২:০১ পিএম
খাগড়াছড়িতে বজ্রপাতে ১১ মাসের শিশুর মৃত্যু, মা-বাবা আহত

প্রতীকী ছবি (সংগৃহীত)

খাগড়াছড়িঃ জেলার মানিকছড়িতে বজ্রপাতে আল-আমিন নামে ১১ মাসের এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে ছদুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মৃত আল আমিনের বাবা মো. ইব্রাহিম (২৬) ও মা আঁখি আক্তার (২০)।

মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহি উদ্দীন জানান, বজ্রপাতে আহত তিনজনকে ভোর রাতে হাসপাতালে আনা হলেও পৌঁছানোর আগেই আল-আমিন নামের শিশুটি মারা গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত তাদের বিপদমুক্ত মনে হচ্ছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

মানিকছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল দিবাগত রাতে এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ছদুরখীল এলাকায় নির্জন পাহাড়ে ঘরের ওপর বজ্রপাত পড়ে শিশুটি মারা যায়। আহত মা-বাবা  চিকিৎসাধীন রয়েছে। 

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে