Dr. Neem on Daraz
Victory Day

সাংবাদিকের বিরুদ্ধে তাঁতীলীগ নেত্রীর ধর্ষণ মামলা


আগামী নিউজ | গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০১:৫৬ পিএম
সাংবাদিকের বিরুদ্ধে তাঁতীলীগ নেত্রীর ধর্ষণ মামলা

ছবি: রফিকুল ইসলাম।

গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে রফিকুল ইসলাম নামের এক সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন উপজেলা তাঁতীলীগের এক মহিলা নেত্রী। সাংবাদিকের বিরুদ্ধে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেত্রীর ধর্ষণ মামলার বিষয়টি এলাকাজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে । 

মামলার এজাহারে ওই নারী নেত্রী অভিযোগ করেন, সাংবাদিক রফিকুল ইসলাম তার সাথে দীর্ঘ দিন যাবত প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। বিভিন্ন সময় সে বিয়ের প্রলোভন দেখিয় স্ত্রী'র পরিচয় দিয়ে বিভিন্ন হোটেলে রাত্রী যাপন করে এবং তাকে ধর্ষণ করে। পরে রফিকুলকে বিয়ের জন্য চাপ দিলে ৩ সন্তানের জনক সাংবাদিক রফিকুল (৪৫) নানা টালবাহানা করতে থাকে। বিভিন্ন সময়ে নানা দেন-দরবার হলেও কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন রফিকুল। বাধ্য হয়ে গত ৬ অক্টোবর পলাশবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯।

ধর্ষণ মামলায় অভিযুক্ত সাংবাদিক রফিকুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের কোমরপুর হাট সংলগ্ন ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন ওরফে ফেলোর মামুদের ছেলে। সে ‘আমাদের অর্থনীতি’ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে জানা যায়। 

রফিকুল গতবার ৪নং বরিশাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এবারও তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪নং বরিশাল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন।

সাংবাদিকের নামে রাজনৈতিক দলের নারী নেত্রীর ধর্ষণ মমলায় সকল মহলে বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে। পলাশবাড়ী এলাকাবাসী এই ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবী করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। 

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম নামের এক সাংবাদিকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ে করেছেন এক নারী। বিষয়টি পুলিশী তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে