Dr. Neem on Daraz
Victory Day

সুন্দরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন


আগামী নিউজ | সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৮:৩৪ পিএম
সুন্দরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

ছবি: আগামী নিউজ

গাইবান্ধা: 'সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন' প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা রাশিদুল কবির, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, আলহাজ্ব খন্দকার মিজানুর রহমান, এ্যাডভোকেট নাফিউল ইসলাম সরকার জিমি, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম, বেলকা ইউপি সচিব আলতাফ হোসেন প্রমূখ।

এসময় জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্য নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। যাতে সাধারণ মানুষ আরও উদ্বুদ্ধ হয়।

উল্লেখ্য, উপজেলার সোনারায়, তারাপুর ও রামজীবন ইউনিয়ন পরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলা পর্যায়ে 'সেরা-১০' এ অবস্থান করায় সম্মাননা প্রদাণ করা হয়।

আগামী নিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে