Dr. Neem on Daraz
Victory Day

কুয়াকাটায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মানববন্ধন


আগামী নিউজ | রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৮:০০ পিএম
কুয়াকাটায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মানববন্ধন

ছবি: আগামী নিউজ

পটুয়াখালীঃ জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুব রেলি ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস ও একশন এইড এর সহযোগিতায় কলাপাড়া ইয়ুথ ক্লাবের সদস্যরা "গাছ লাগাই পরিবেশ বাঁচাই" এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধনের আয়োজন করেন।

এসময় অনুষ্টানে উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন'র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, এছাড়াও আভাস ও ইয়ুথ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা চেয়ে পরিত্যক্ত জায়গায় বেশী বেশী গাছ লাগানোর প্রতি জোর অনুরোধ করেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক গনমাধ্যমকে বলেন, আমাদের পরিবেশ ধ্বংসের পথে তাই আমাদের পরিবেশ রক্ষা করতে হলে অবশ্যই গাছ লাগাতে ও প্লাস্টিক বর্জন করতে হবে বলে জানান তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে