Dr. Neem on Daraz
Victory Day

নাতিকে হত্যা করায় দাদির মৃত্যু দন্ড


আগামী নিউজ | মোঃ মিলন শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৬:৪১ পিএম
নাতিকে হত্যা করায় দাদির মৃত্যু দন্ড

ফাইল ছবি

সিরাজগঞ্জঃ জেলায় নাতি রিফাত হোসেনকে (৮) হত্যা করায় দাদি কুলসুম খাতুনের মৃত্যুদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জ দায়রা জজ আদালত। সেই সাথে বিজ্ঞ আদালত আসামিকে ২০ হাজার টাকার অর্থ দন্ডও করেছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২ঘটিকায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন । 

দণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম খতুন সদর উপজেলার ধুকুরিয়া গ্রামের মজিবুর রহমানের স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহমান ঘটনার বিবরণ দিয়ে জানান, খুবই মর্মান্তিক হত্যাকাণ্ড এটি। নিহত শিশু রিফাত হোসেনের (৮) মা কুলসুম খাতুনের অবৈধ পরকীয়ার বিষয়টি জানার জেরে পারিবারিক দ্বন্দ্বে এই হত্যা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৭ জুন দুপুরে রিফাত তার বাবা ও মায়ের সাথে ঘুমাচ্ছিল। একটু পর রিফাত ঘুম থেকে উঠে বাইরে খেলতে গেলে তার সৎ দাদী কুলসুম খাতুন রিফাতকে কৌশলে বাড়ির পাশের পাটক্ষেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বিষয়টি সন্দেহজনক হওয়ায় রিফাতের বাবা চান মিয়া হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে রিফাতের সৎ দাদী কুলসুম খাতুন আদালতে স্বীকারোক্তি দেন। মামলায় সাক্ষী প্রমাণ শেষে আদালত আজ কুলসুমকে মৃত্যুদণ্ডের এই রায় প্রদান করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী ছিলেন তোফিকুর রহমান জয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে