চাটখিলে নামাজ পড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মুসল্লির
                        
                        
                            
                                 আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১,  ১২:৫৬ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        নোয়াখালীঃ জেলার চাটখিল উপজেলায় রাস্তায় পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ হোসেন মধু (৪৫)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলার চাটখিল পৌরসভার নোয়াখোলা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
শনিবার ভোররাতে নামাজ পড়তে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশের ভাষ্য, নিহত আব্দুর রব শনিবার ভোররাতে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদের যাচ্ছিলেন।
 
মসজিদে যাওয়ার পথে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় । পরে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নোয়াখালী চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।