মোরেলগঞ্জে আলমসাধু-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
                        
                        
                            
                                 আগামী নিউজ | এনায়েত করিম রাজিব, মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি                                 প্রকাশিত: আগস্ট ৮, ২০২১,  ০২:২৫ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        বাগরেহাটঃ জেলার মোরলেগঞ্জ উপজেলায় রবিবার সকাল ৯ টার সময় বনগ্রাম ইউনিয়নের বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বাধাল বাজার এলাকায় আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষে অহিদুজ্জামান (৩০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত অহিদুজ্জামান সাতক্ষীরার তালা উপজলোর ইসলামপুর গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে।
 
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মোরেলগঞ্জ উপজেলার মহিশপুরা পুলিশ ফাড়ির সহযোগিতায় কাটাখালী থানা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে, আইনগত ব্যাবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।