বিরামপুরে ফেন্সিডিল ও এমকেডিলসহ আটক ১
                        
                        
                            
                                 আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ২৭, ২০২১,  ১২:৪৯ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবি: সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        দিনাজপুরঃ জেলার বিরামপুরে বিশেষ অভিযানে ভারতীয় এমকেডিল ও ফেন্সিডিলের বোতল সহ একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।  
 
থানা সুত্রে জানা যায়, গত ২৬ জুলাই সোমবার সন্ধ্যায় বিরামপুর থানাধীন ২নং কাটলা ইউনিয়নের দাউদপুর কাজীপাড়ায় মোঃ আশরাফ আলীর পুত্র মোঃ রাশিদুল ইসলামের  নিজ বাড়ীতেই মাদক বেচাকেনার গোপন সংবাদে চোরাচালান ও মাদক উদ্ধার বিশেষ অভিযানে পুলিশের উপস্থিতি টেরপেয়ে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
 
স্থানীয় কিছু লোকজনদের উপস্থিতিতে আসামির দেহ তল্লাশী করলে সাত বোতল ভারতীয় এমকেডিল ও বাড়ির আঙ্গিনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নয়টি খালি ফেন্সিডিলের বোতল জব্দ করা হয়।  
 
এ বিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত আগামী নিউজকে বলেন
বিরামপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে সর্বদা বদ্ধপরিকর থানা পুলিশ এবং গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।