হরিরামপুরে প্রবীণ আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল
                        
                        
                            
                                 আগামী নিউজ | অপু সাহা, হরিরামপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ২৬, ২০২১,  ১২:৪৭ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
মানিকগঞ্জঃ জেলার হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ উদ্দিন গাজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
মঙ্গলবার (২০জুলাই) হটাৎ অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সোমবার (২৬জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন, তার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব গাজী বনি ইসলাম রুপক। 
 
মৃত্যুকালে আওয়ামীলীগের এই বয়োজ্যেষ্ঠ নেতার বয়স হয়েছিলো ৭১বছর। তিনি দুই ছেলে, স্ত্রী ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন।
 
এদিকে তার মৃত্যুর খবর জানতে পেরে শোক জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।