ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
                        
                        
                            
                                 আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ২৪, ২০২১,  ০৫:৩৭ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
ফরিদপুরঃ জেলার নগরকান্দায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বখাটে মানিক ফকির (১৮) কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের রামেরচর নিজ বাড়ি থেকে অভিযুক্ত মানিক ফকিরকে আটক করা হয়। 
 
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা অনুমান ১১ টার দিকে রান্না ঘরের মধ্যে ধর্ষনের চেষ্টা করে বখাটে ঐ যুবক।
 
অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির বড় ভাই রহিম শেখ (১০) কে ডাকার জন্য বাড়ির পাশের রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একই এলাকার দুলাল ফকিরের বখাটে ছেলে মানিক ফকির শিশুটিকে জোর করে বসতঘরের পাশে রান্না ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার ও কান্নাকাটি করলে, বাড়ির পাশে কর্মরত শিশুটির মা চিৎকার শুনে এগিয়ে আসলে তাকে ধাক্কা দিয়ে বখাটে যুবক পালিয়ে যায়। পরে শিশুটির মা থানায় বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ আসামীকে আটক করে।
 
নগরকান্দা থানার ওসি তদন্ত জিয়ারুল ইসলামের নেতৃত্বে আসমি মানিক ফকিরকে শুক্রবার রাতে আটক করা হয়।
 
নগরকান্দা থানা ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। তার অভিযোগের ভিত্তিতে আসামি মানিক ফকিরকে আটক করা হয়েছে।