ত্রিশালে ধর্ম মন্ত্রনালয়ের অনুদানের চেক হস্তান্তর
                        
                        
                            
                                 আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ১৯, ২০২১,  ০৫:০৯ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
ময়মনসিংহঃ জেলার ত্রিশালে ১৯ জুলাই সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
ধর্মবিষয়ক মন্ত্রনালয় কর্তৃক বিভিন্ন মসজিদ, মন্দিরের সংস্কারের লক্ষ্যে প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন ত্রিশালের উন্নয়নের রুপকার, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব রুহুল আমীন মাদানী এমপি । 
 
ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
 
এসময় আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম সহ ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।