কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার বিতরন
                        
                        
                            
                                 আগামী নিউজ | মো.বাবর আলী, নড়াইল জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ১৫, ২০২১,  ০২:২০ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
নড়াইলঃ করোনাকালীন সংকট মোকাবেলায় নড়াইল ১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তির পক্ষ থেকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি গ্যাস সিলিন্ডার সেট হস্তান্তর করলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআরিফুল ইসলাম।
 
বৃহস্পতিবার (১৫জুলাই) সকাল ১১টায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে সংসদ সদস্য কবিরুল হক মুক্তি পক্ষ থেকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃকাজল মল্লিক এর হাতে গ্যাস সিলিন্ডার সেট তুলে দেয়া হয়।
 
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ,কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখ,কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খাঁন রবিউল ইসলাম,যুগ্ম আহবায়ক আশীষ ভট্টাচার্য্য, ছাত্রলীগ নেতা ইয়ামিন বিশ্বাস সহ দলীয় নেতাকর্মীরা।