Dr. Neem on Daraz
Victory Day

জনসাধারণের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছানো সাংবাদিকদের প্রধান দায়িত্ব


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল নোয়াখালী প্রতিনিধিঃ প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ০৭:০২ পিএম
জনসাধারণের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছানো সাংবাদিকদের প্রধান দায়িত্ব

ছবিঃ আগামী নিউজ

নোয়াখালীঃ জনসাধারণের কাছে স্পষ্টভাবে নির্ভরযোগ্য তথ্য পৌঁছানো সাংবাদিকদের প্রধান দায়িত্ব। সঠিক তথ্য ছাড়া কোভিড-১৯ করোনা সংক্রান্ত কোন সংবাদ গনমাধ্যমে প্রচারিত না হয় সে ব্যাপারে সাংবাদিকদেরকে আরো বেশি যত্নশীল হতে হবে এবং সতর্ক থাকতে হবে। 

 শনিবার অনলাইনে জুম সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলার অর্ধশতাধিক কর্মরত সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।  

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি’র  (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের ৮ বিভাগের ৫০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষন দেয়ার কর্মসূচী গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায়  আজ তৃতীয় দিনে চট্রগ্রাম বিভাগের তিন জেলায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।  

উজ্জীবন বাংলাদেশ এর চীফ অব পার্টি ডা: কাজি ফয়সাল  মাহমুদ কোর্সটির সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করেন ও সমন্বয় করেন আউটরিচ কর্মকর্তা এএফএম ইকবাল। বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্বাবধানে প্রকল্পটি সমন্বয় করেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর মিডিয়া রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ সফি।  

প্রশিক্ষণ কর্মশালায় দায়িত্বশীল সাংবাদিকতা, কোভিড-১৯ এর উপসর্গ, রোগ নির্ণয়ের পদ্ধতি, কোভিড সম্পর্কে মিথস বা গুজব এবং ভ্যাকসিনের ব্যবহার সহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় অন্যাদের মধ্যে উজ্জীবনের টেকনিক্যাল এ্যাডভাইজার ডা. তাজকেরা নুর লিপি, জাতীয় প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য সিনিয়র সাংবাদিক শাহানাজ পলি, ফেনীর সিনিয়র সাংবাদিক আবু তাহের, আতাউর সজল, কুমিল্লার সাইয়িদ মোহাম্মদ পারভেজ, আবদুল মোতালেব,  মো. জালাল উদ্দিন, নোয়াখালীর আবু নাসের মনজু, আকবর হোসেন সোহাগ ও সুমন ভৌমিক প্রমুখ আলোচনায় অংশ নেন। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে