ফরিদপুরে মাদক সেবনের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি আটক
                        
                        
                            
                                 আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ৯, ২০২১,  ০৩:৪৪ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
ফরিদপুরঃ মাদক সেবনের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি ও তাঁর দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।
 
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের চর কমলাপুর মহল্লার একটি বাড়ি থেকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল তাদের আটক করে।
 
আটক তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ওরফে অনু (৩৬), মো. সাফায়েত (৩৩)। আটক ২৭ বছরের অপর যুবকের নাম জানা যায়নি।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের কমলাপুর মহল্লার সাফায়েতের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ওই বাড়ি থেকে চারটি তাজা গাঁজার গাছ জব্দ করা হয়।
 
ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।