ত্রিশালে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
                        
                        
                            
                                 আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ৮, ২০২১,  ০৪:৪৫ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবি: সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        
ময়মনসিংহঃ জেলার ত্রিশালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের বালিপাড়া পয়েন্ট মোড়ে আজ দুপুরের সময় এ দুর্ঘটনা ঘটে।
 
এ সময় দ্রুতগামী একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। মোটরসাইকেল আরোহীর নাম সাগর মিয়া(২০)। তিনি ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলি গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
 
ত্রিশাল থানার এসআই আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলেও তিনি জানান।