স্বপ্নের ঠিকানায় চুনারুঘাটের ৩০ পরিবার
                        
                        
                            
                                 আগামী নিউজ | শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি                                 প্রকাশিত: জুন ২০, ২০২১,  ০২:৩৬ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে দ্বিতীয় পর্যায়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ৩০জন 'ক' তালিকাভুক্ত উপকারভোগীকে ভূমিসহ বাসগৃহ হস্তান্তর করা হয়েছে।
 
রোববার (২০জুন) বেলা ১১টায় 'উপজেলা প্রশাসন হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালে যুক্ত হন - বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
 
এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ, ৪নং ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, চুনারুঘাট প্রেসক্লাব সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,সংবাদকর্মী শংকর শীল প্রমুখ।
 
উল্লেখ্য, এর আগে ভূমিহীন ও গৃহহীন ৭৪জন উপকারভোগীকে ভূমিসহ বাসগৃহ প্রদান করা হয়েছে।