Dr. Neem on Daraz
Victory Day

নারায়ণগঞ্জে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


আগামী নিউজ | রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০৭:৫০ পিএম
নারায়ণগঞ্জে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ছবি: আগামী নিউজ

নারায়ণগঞ্জঃ জেলার বন্দরে পাঁচ এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড নারায়ণগঞ্জ।

সোমবার (১৪ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মদনপুর, চাপাতলি, দাসপাড়া, কুড়িপাড়া ও ভাংতি বাজার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট আসমা সুলতানার নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটিড নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমামউদ্দিন শেখ, সোনারগাঁ বিপনন অফিসের ব্যবস্থাপক মেজবাউর রহমান, পুলিশ, র‍্যাব সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন। 

ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা জানান, চারটি পয়েন্টের পাঁচটি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ফলে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে