যশোর উপজেলা চেয়ারম্যান নীরা আর নেই
                        
                        
                            
                                 আগামী নিউজ | বিল্লাল হোসেন, যশোর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুন ৩, ২০২১,  ০২:৫৩ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
যশোরঃ হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা।
 
বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টা ২৫ মিনিটে যশোর করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল জানান, কয়েক দিন ধরে নুরজাহান ইসলাম নীরা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন।
 
পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। 
 
জরুরি বিভাগের ইনচার্জ ডা.আব্দুর রশিদ জানান, বেলা ১১ টা ৬ মিনিটে নীরাকে ভর্তি করে করোনারি কেয়ার ইউনিটে পাঠানো হয়। ১১টা ২৬ মিনিটে ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।