নাচোল ও শিবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু
                        
                        
                            
                                 আগামী নিউজ | জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মে ২০, ২০২১,  ০৬:২২ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        চাঁপাইনবাবগঞ্জঃ জেলার নাচোল ও শিবগঞ্জে কৃষক-নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। 
আজ বৃহষ্পতিবার (২০ মে) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ও নাচোল উপজেলার কসবা এলাকায় এ ঘটনা ঘটে।
 
মৃত কৃষক মোবারকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জালাল উদ্দিন (৩৭), একই ইউনয়িনের গুয়াবাড়ী চাঁনপুর গ্রামের আবু তালেবের স্ত্রী রহিমা বেগম (২৯), নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঝোইড় গ্রামের ওবাইদুর রহমানের মেয়ে মারুফা খাতুন (৯)।
 
মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম জানান, বৃহষ্পতিবার বেলা ২টার দিকে মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের পাশে বিল থেকে  ধান কেটে বাড়ি আসান সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জালালের মৃত্যু হয়। আর রহিমা বেগম আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়।
 
এদিকে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা মারুফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাগানে আম কুড়ার সময় বজ্রপাত হলে শিশু মারুফার মৃত্যু হয়।