হরিণাকুন্ডুতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
                        
                        
                            
                                 আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মে ১৩, ২০২১,  ০২:৫৯ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        ঝিনাইদহঃ হরিণাকুন্ডুতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের চটকাবাড়িয়া ঈদগাপাড়া জামে মসজিদে  ঈদুল ফিতরের এ নামাজ আদায় করেন স্থানীয়রা।
 
স্থানীয় মাওলানা রেজাউল ইসলামের ইমামতিতে এ ঈদ জামায়াতে ৬০ জন মুসল্লি অংশ নিয়ে নামাজ আদায় করেন। 
 
এছাড়া উপজেলার ভালকী, ফলসি, চিথলীপাড়া, বৈঠাপড়াসহ কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন।  
 
মাওলানা রেজাউল ইসলাম আগামী নিউজকে জানান, সৌদি আরবের সাথে মিল রেখে তারা রোজা করেছেন। আজ সৌদি আরবের ন্যায় ঈদের নামাজ আদায় করলেন। তাদের পরিবারগুলোতেও ঈদ উদযাপিত হচ্ছে। অনেক বছর ধরে সৌদি আরবকে অনুসরণ করে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন তারা।