ধামইরহাটে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইয়াবাসহ গ্রেফতার
                        
                        
                            
                                 আগামী নিউজ | মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি                                 প্রকাশিত: মে ৯, ২০২১,  ০৫:৫৯ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবি সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        
নওগাঁঃ জেলার ধামইরহাটের ইসবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসানকে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। 
 
থানা পুলিশ জানান, গোপন সংবাদের প্রেক্ষিতে রবিবার ৮ মে রাত ৮ টার সময় উপজেলার নানাইচ পাগলা দেওয়ান সড়কে চোরাকারবারি মাদক বহন করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিনের নেতৃত্বে এস.আই. মাসুদ ও সংগীয় ফোর্সসহ ওই স্থানে অভিযান চালায়। 
 
এ সময় মেহেদী হাসান (২৮) কে মোটরসাইকেলসহ আটক করে। আটককৃত মেহেদী হাসানের মোটর সাইকেল তল্লাসী করলে সিটের নিচ থেকে ৩৮ পিচ ইয়াবা পাওয়া যায়। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। মেহেদী হাসান উপজেলার ইসবপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। মেহেদী হাসান ইসবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
 
ইতিপূর্বেও সে মাদক মামলায় গ্রেফতার হয়েছিল বলে থানা সূত্রে জানা যায়। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী জানান, মেহেদী হাসান দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।