মেহেরপুরে প্রতিবন্ধী লাল চাদের মানবেতর জীবনযাপন
                        
                        
                            
                                 আগামী নিউজ | কাজল মাহমুদ, মেহেরপুর প্রতিনিধি                                 প্রকাশিত: মে ৯, ২০২১,  ০৩:৫৮ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবি সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        মেহেরপুরঃ সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঠালপোতা গ্রামের মোঃ লাল চাদ বয়স ৪০ বছর, একজন শারীরিক প্রতিবন্ধী তিনি। হাটতে পারে না, সবসময় বসে থাকে। খাবারটা খাইয়ে দিতে হয়, জামাটাও পরিয়ে দিতে হয়,  এক কথায় সব কিছুতেই আরেক জনের সহযোগীতা প্রয়োজন হয়।
 
আর সংসার দেখা শোনা বা তাকে দেখার মত কেউই নেই, আপন মানুষ বলতে তার "মা" বয়স ৭৮ আর একটা "মেয়ে" বয়স ১০ বছর বয়স, এছাড়া আর কেউ নেই। যে ঘরে এই অসহায় পরিবারের বসবাস সেই ঘরটি একেবারেই জরাজীর্ণ ও মাটির দেয়াল ভেঙে পড়ে  যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।  বৃষ্টি নামলে তার ঘরের ভিতর বৃষ্টির পানিতে একাকার হয়ে যায়"।
 
শারীরিক প্রতিবন্ধী মোঃ  লাল চাঁদ জানান আমী চলতে পারিনা একা প্রতিটি কাজে আমাকে সাহায্য করা লাগে, এবং ঘরবাড়ি টিউ ভালো নেই একেবারে ভেঙে পড়েছে আমি এবং আমার মা আর আমার মেয়ে দুর্বিষহ জীবন যাপন করছি তায় আমার সাহায্য-সহযোগিতা খুব দরকার এবং আমার জ্বরের জন্য ঘরটি মেরামত করার দরকার, সবার কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
 
আগামীনিউজ/এএস