Dr. Neem on Daraz
Victory Day

মধুখালীতে দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ


আগামী নিউজ | সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২১, ০৩:৩৩ পিএম
মধুখালীতে দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ

ছবি: আগামী নিউজ

ফরিদপুরঃ জেলার মধুখালীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি মো. আবদুর রহমানের পক্ষে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে উপজেলার অসহায় ও দু:স্থদের মাঝে  ঈদ উপলক্ষে শাড়ি  ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। 

সোমবার (৩ মে) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আখচাষী কল্যাণ সংস্থ্যার সামনে শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, সহ-সভাপতি আব্দুস সালাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক শাহ মোঃ ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক মো. রেজাউল করিম তুহিনসহ পৌর ও সকল ইউনিয়ন আওয়ালীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ এবং ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

এতে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দু:স্থদের মাঝে এ শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়।  

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে