Dr. Neem on Daraz
Victory Day
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে

পঞ্চগড়ের বোদায় এক প্রতিষ্ঠানকে জরিমানা


আগামী নিউজ | মোঃ তোয়াবুর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০৭:৪৮ পিএম
পঞ্চগড়ের বোদায় এক প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: আগামী নিউজ

পঞ্চগড়: জেলায় বোদা উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পাম ওয়েল বিক্রি করায় মেসার্স প্যারেন্টস্ অয়েল এন্টার প্রাইজ নামে এক প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। 

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার মাঝগ্রাম ফকির পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। 

এদিকে অভিযান সূত্রে জানা যায়, মেসার্স প্যারেন্টস্ অয়েল এন্টার প্রাইজ নামে এই প্রতিষ্ঠান “চমক” নামে পাম ওয়েল বোতলজাত করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিলো। খবর পেয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে তাদের ভোক্তা অধিকার আইনে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে