Dr. Neem on Daraz
Victory Day

রশিদপুরে তেল শোধনাগারে আগুন


আগামী নিউজ | মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ১১:৪১ এএম
রশিদপুরে তেল শোধনাগারে আগুন

ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জঃ জেলার বাহুবল উপজেলার রশিদপুরে বড়গাঁও ৪ হাজার ব্যারেল তেল শোধনাগারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত মধ্যরাতে এ আগুন লাগে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে প্রায় ২ ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শিমুল মো. রফি জানান, রাত পৌণে ১২টার দিকে রশিদপুরে বড়গাঁও ৪ হাজার ব্যারেল তেল শোধনাগারের বার্ণ ফিডের (বর্জ্য মজুদ করা স্থানে) কন্টেইনারে আগুন ধরে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা রাত সাড়ে ১২টায় সেখানে পৌছে। দীর্ঘ চেষ্টা চালিয়ে তারা রাত পৌণে ২টায় আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।

তিনি বলেন, তবে এ ঘটনায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছেনা। এটি তেল শোধনাগার কর্তৃপক্ষই বলতে পারবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে