নারায়ণগঞ্জে লঞ্চ ডুবি : মামলা করেছে বিআইডব্লিউটিএ
                        
                        
                            
                                 আগামী নিউজ | রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১,  ০১:২৫ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        নারায়নগঞ্জঃ বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে এসকে ৩ নামের লাইটার জাহাজের ধাক্কায় যাত্রীবাহী সাবিত আল হাসান নামের লঞ্চ ডুবে ৩৫ জন মারা যাওয়া ঘটনায় মামলা করেছে বিআইডব্লিউটিএ। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে লাইটারেজের জাহাজের চালক সহ সংশ্লিষ্টদের।
মঙ্গলবার রাতে বন্দরথানায় মামলাটি করেন বিআইডব্লিউটিএ এর সহকারি পরিচালক (ট্রাফিক ও নিরাপত্তা বিভাগ) বাবুলাল বৈদ্য।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিপক সাহা আগামী নিউজকে জানান, লাইটারেজের সংশ্লিষ্টদের অজ্ঞাতনামা আসামী করে মামলা হয়েছে। পুলিশ জাহাজটিকে আটকসহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনবে।  
 
রবিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে সাবিত আল হাসান নামে লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে বিকেল ৬ টা দিকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টারদিকে লঞ্চটি শীতলক্ষ্যা নদীর সদর উপজেলার কয়লাঘাট এলাকায় গেলে পেছন থেকে একটি লাইটারেজজাহাজের ধাক্কায় নদীতে তলিয়ে যায়।
 
এ ঘটনায় উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌ বাহিনীর ডুবুরী দল ও নৌ পুলিশের সদস্যরা। 
 
আগামীনিউজ/এএস