ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
                        
                        
                            
                                 আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ১৩, ২০২১,  ০৮:৫৩ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        ঝিনাইদহঃ জেলার কোটচাঁদপুরে আব্দুল্লাহ (৪) নামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
 
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল শিশু আব্দুল্লাহ । এক পর্যায়ে সবার চক্ষুর আড়ালে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশুটির দেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। 
 
কোটচাঁদপুর থানার ওসি মোঃ মাহবুবুল আলম আগামী নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
আগামীনিউজ/এএস