চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর
                        
                        
                            
                                 আগামী নিউজ | শরীফ হায়দার, চট্রগ্রাম জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১,  ০৭:১৯ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
চট্টগ্রামঃ সীতাকুণ্ড মহাসড়কে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর। নিহত শিক্ষার্থীর নাম শামস তাহিয়াত মৌনতা(১৬)। 
 
প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে উপজেলার ভাটিয়ারীতে এই দূর্ঘটনা ঘটে।
 
মৌনতা বাংলাদেশ মেলিটারী একাডেমী স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী এবং ৮,নং সোনাইছড়ি ইউনিয়ন রাজা কাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তারের মেয়ে।
 
আজ রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল আটটার সময় ভাটিয়ারী এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
 
নিহত স্কুল ছাত্রী প্রাইভেট পড়ে কাসেম জুট মিলস এলাকায় বাসায় যাওয়ার জন্য একটি গাড়িতে উঠার সময় পিছন থেকে একটি মিনি বাস তাকে ধাক্কা দিলে  গুরুতর আহত হয়।
 
স্থানীয়রা আহত ছাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে দুপুর একটার সময় সে মারা যায়। স্থানীয়রা ঘাতক বাস ও চালককে আটক করে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ বাবুল মিয়া আগামী নিউজকে জানান, দূর্ঘটনার পর আমরা জানতে পারি এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
আগামীনিউজ/এএস