ফরিদপুরে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
                        
                        
                            
                                 আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১,  ০২:১০ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
ফরিদপুরঃ জেলার সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রাম দু-দলের সংঘর্ষে উভয় দলের অন্তত ১০ জন আহত হয়েছে। 
 
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
স্থানীয়রা জানান, উপজেলার শিহিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার সকালে ইউসুফ মাতুব্বারের সমর্থকদের সাথে প্রতিপক্ষ কোহিনুর মাতুব্বারের সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন সময়ে ১০/১২টি বাড়িঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা।
 
এতে উভয় দলের অন্তত ১০ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 
 
সালথা থানা পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷ বর্তমানে এলাকা শান্ত রয়েছে। 
 
আগামীনিউজ/এএস