Dr. Neem on Daraz
Victory Day

গৌরীপুর মেয়রের শপথ


আগামী নিউজ | হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৫:২২ পিএম
গৌরীপুর মেয়রের শপথ

আগামী নিউজ

ময়মনসিংহঃ জেলার গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত (টানা তৃতীয়বার) মেয়র সৈয়দ রফিকুল ইসলাম শপথ গ্রহণ করেছেন।
 
এছাড়াও গৌরীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত ৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের ৩ জন নারী কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন।
 
নির্বাচিত কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ড- আব্দুর রউফ মোস্তাকিম, ২ নং ওয়ার্ড- দেলোয়ার হোসেন বাচ্চু, ৩ নং ওয়ার্ড- মাসুদ মিয়া রতন, ৪ নং ওর্যাড- মোঃ নূরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড- জিয়াউর রহমান জিয়া, ৬ নং ওয়ার্ড- মোঃ এমরান, ৭ নং ওয়ার্ড- মোঃ নাজিম উদ্দিন, ৮ নং ওর্যাড- সাদেকুর রহমান, ৯ নং ওয়ার্ড- আরিফুল ইসলাম ভুইয়্যা এনাম। সংরক্ষিত নারী কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ড- দিলুয়ারা দিলু, ৪,৫,৬- রোজিনা আক্তার মিতু, ৭,৮,৯- সালেহা আক্তার। সোমবার বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে নবনির্বাচিত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান।
 
শপথ গ্রহণ অনুষ্ঠানে গৌরীপুর পৌরসভা ছাড়াও ময়মনসিংহ বিভাগের জেলার ঈশ্বরগঞ্জ, ভালুকা ও নেত্রকোনার দূর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলরা শপথ নেন।
 
শপথ গ্রহণ শেষে বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন জনগণ ভালবেসে আপনাদের প্রতি আস্থা রেখে আপনাদেরকে নির্বাচিত করেছেন। তাই দায়িত্ব পালনের সময় সেই আস্থার প্রতিফলন যেন ঘটে। সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে জনগণ সবসময় সন্তোষ্ট থাকবে।
 
উল্লেখ্য, ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও নেত্রকোনার দূর্গাপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন অনুষ্ঠিত গৌরীপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবিকে পরাজিত করে টানা তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হন সৈয়দ রফিকুল ইসলাম।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে