 
                            
                                                শেরপুরের নকলা উপজেলায় বাবা হাবিবুর রহমান হাবিকে (৫০) মারধরের পর গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। হত্যার অভিযোগে ছেলে মিলন মিয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের কবুতরমারী গ্রামের মিলনবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নকলা থানার ওসি মো. আলমগীর হোসেন শাহ বলেন, নিহত হাবিবুর রহমান হাবির ছেলে মিলন পোশাক শ্রমিক হিসেবে ঢাকায় কাজ করেন। বৃহস্পতিবার ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার দুপুর ১২টার দিকে টাকা নিয়ে তার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বাবাকে মারধর করে মিলন মিয়া তার বাবার গলা চেপে ধরলে ঘটনাস্থলেই নিহত হন বাবা হাবি। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মিলন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।
আগামীনিউজ/এএস
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)