Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

হিলি স্থলবন্দরে পাঁচ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩১, ২০২০, ০১:৩৩ পিএম
হিলি স্থলবন্দরে পাঁচ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।


বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।


হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা। এ কারণে ৩১ জুলাই শুক্রবার থেকে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ দিন এ বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে। 

আগামী ৫ আগস্ট বুধবার বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

 

আগামীনিউজ/এএস

Dr. Neem