Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংষর্ষ, নিহত ৩


আগামী নিউজ | নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: জুলাই ৩১, ২০২০, ১১:৫৪ এএম
গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংষর্ষ, নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রংপুরের পীরগঞ্জের সাহেদ মিয়া (৪০), কাজল মিয়া (৩২) ও গঙ্গাচড়া উপজেলার শাকিল ইসলাম( ৫৬)। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হতাহতরা সকলেই টাইলস বোঝাই কাভার্ডভ্যানের যাত্রী। তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ পরিচালক এনামুল হক বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি দল হাইওয়ে পুলিশের সাথে উদ্ধার অভিযানে অংশ নেয়। এ সময় দুর্ঘটনা কবলিত বন্ধ থাকা কভার্ডভ্যানের মধ্যে মৃত অবস্থায় তিনজনকে ও ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

 

আগামীনিউজ/এএস

Dr. Neem