Dr. Neem on Daraz
Victory Day

গাঁজা চাষে ব্যবহৃত হত ১৫ কাঠা জমি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩০, ২০২০, ০১:৫৪ পিএম
গাঁজা চাষে ব্যবহৃত হত  ১৫ কাঠা জমি

গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের বাড়ি সংলগ্ন  গাঁজা চাষ হত  ১৫ কাঠা জমিতে। আজ বৃহস্পতিবার সকালে আবুল কাশেমের ছেলে দুলাল হোসেনের জমি থেকে ২০০টি গাঁজা গাছ জব্দ করে গাংনী থানা পুলিশ।
 

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, দুলাল হোসেন তার বাড়ি সংলগ্ন পতিত জমিতে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্য রাতে অভিযান চালানো হয়। দুলাল হোসেন আত্মগোপনে রয়েছেন।

সহকারী পুলিশ সুপারের নির্দেশে দুলালের স্ত্রী শেফালী খাতুন, ছেলে শাকিল ও মেয়ে শিউলিকে পুলিশ হেফাজতে নিয়েছে।

এদিকে মেহেরপুর পুলিশ সুপার এসএম মোরাদ আলী,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ডিবির (ভারপ্রাপ্ত) ওসি জুলফিকার আলী, গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলামসহ গাংনী থানার পুলিশ ও ডিবি পুলিশের টিম।

 

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে