Dr. Neem on Daraz
Victory Day

বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৮, ২০২০, ০২:২৩ পিএম
বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

কুমিল্লা: বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আড়িখোলায় বিক্ষোভ অবরোধ করেছে কুমিল্লার দেবীদ্বারের আশা জুট মিলের শ্রমিক কর্মচারীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বেতন ও ঈদ বোনাসের দাবিতে কয়েকশ শ্রমিক মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে।  এ সময় তারা টায়ারে আগুন লাগিয়ে প্রতিবাদ করতে থাকে।  এতে ঢাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচলাবস্থার সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ সালেহ আহমেদ বলেন, শ্রমিক ও জুট মিল কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে।  মালিক পক্ষ আগামীকাল শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা রাস্তা থেকে চলে যায়। 

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে