 
                            
                                                করোনা ভাইরাস পরিস্থির মধ্যে সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি ভঙ্গ করে ব্যাপক জনসমাগমের মাধ্যমে ছেলের বৌভাতের অনুষ্ঠান করা বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার (্ওএস) এসএম আসলামকে অবশেষে বদলী করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন স্বাক্ষরিত এক অফিস আদেশে মাধ্যমে জানা যায়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রশাসনিক কারনে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালের অফিস সুপার এসএম আসলামকে আগামী ৩০ জুলাই তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থল গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করতে হবে। অন্যথায় আগামী ৩ আগষ্ট অপরাহৃ হতে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষনিক অবমুক্ত বলে গণ্য হবে।
একই আদেশে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আবু হাসানকে ট্রেজারী শাখা হতে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এবং বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী হাবিব হোসেনকে জেএম শাখায় বদলী করা হয়েছে।
উল্লেখ্য, এসএম আসলাম সরকারী আইনের প্রতি বৃদ্ধাঙ্গলী দেখিয়ে করোনাকালীন সময়ে সরকারী নির্দেশিত প্রজ্ঞাপন অমান্য করে ব্যাপক জনসমাগমের মাধ্যমে ছেলের বৌভাতের অনুষ্ঠান করলে এলাকার সাধারণ জনগনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দৈনিক মাতৃকন্ঠে ১২ জুলাই রোববার ১ম পৃষ্ঠায় প্রতিবেদন ছাপা হলে রাজবাড়ী জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে জেলা প্রশাসক ও বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। ১৯ জুলাই রোববার কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়ার পর অবশেষে এসএম আসলামকে বদলীর আদেশের প্রজ্ঞাপন জারী করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন।
আগামীনিউজ/এএস
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)