Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আগামী নিউজ | বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জুন ৩০, ২০২০, ০৪:১৫ পিএম
ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় পানিতে ডুবে মিনা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মিনা উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কুড়িগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম জানান, কয়েক দিনের বৃষ্টিতে কুড়িগাঁতী গ্রামের রফিকুল ইসলামের বাড়ির পাশে খাদে পানি জমে আছে। মঙ্গলবার দুপুরের দিকে খাদের পাশেই খেলা করছিল শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত খাদের পানিতে পড়ে শিশুটি মারা গেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আগামীনিউজ/নাহিদ/জেএফএস

Dr. Neem