Agaminews
Dr. Neem Hakim

ঝিনাইদহে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ১০


আগামী নিউজ | ঝিনাইদহ প্রতিনিধি: প্রকাশিত: জুন ৩০, ২০২০, ০২:১৯ পিএম
ঝিনাইদহে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ১০

ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (৩০ জুন) সকালে করোনা উপসর্গ নিয়ে আব্দুর রহমান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার স্থানীয় হেলাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুলতান আহমেদ জানান, ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে আজ সকাল ৮ টার দিকে আব্দুর রহমান হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে মারা যায়। করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য।

এদিকে, ঝিনাইদহে আজ নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯৫ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ৮৮ জন। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

আগামীনিউজ/বুরহান/জেএস

Dr. Neem